ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে সাদাপাথর লুট, ৯ জনকে দুই বছরের কারাদণ্ড

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১৫ পড়া হয়েছে
২০

কোম্পানীগঞ্জ:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

 

অন্যজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে সমাজসেবা অফিসের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার এ অভিযানের নেতৃত্ব দেন।

 

আটকরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের ছেলে ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের ছেলে আলী নূর ও কিশোরগঞ্জ ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোহাম্মদ জজ মিয়া।

 

আরও পড়ুন: পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, ছাত্রী বহিষ্কার

 

উপজেলা প্রশাসন জানায়, সকাল ৬টায় টাস্কফোর্সের অভিযান চালানোর পর কয়েকশ’ পাথর লুটপাটকারী সংঘবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করতে চেয়েছিল। এ সময় তারা পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে আভিযানিক দলের ওপর। পরে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে সংঘবদ্ধ হয়ে পাথর লুটপাটকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ২০টি পাথর বহনকারী নৌকা ধ্বংস করা হয় এবং আরও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির জিম্মায় দেওয়া হয়েছে।

 

গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। পরদিন বুধবার সকাল থেকে কালাইরাগ এলাকা দিয়ে নৌকাযোগে পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাট শুরু হয়। দিনে ও রাতে বাধাহীনভাবে সহস্রাধিক ইঞ্জিনচালিত ও বারকি নৌকা দিয়ে লুট হচ্ছিল এই পাথর।

 

ইউএনও আজিজুন নাহার বলেন, ‘বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ঢাকার তিনটি আসনে ‘বিশেষ বরাদ্দ: যা জানালেন উপদেষ্টা

Follow for More!

কোম্পানীগঞ্জে সাদাপাথর লুট, ৯ জনকে দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
২০

কোম্পানীগঞ্জ:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

 

অন্যজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে সমাজসেবা অফিসের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার এ অভিযানের নেতৃত্ব দেন।

 

আটকরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের ছেলে ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের ছেলে আলী নূর ও কিশোরগঞ্জ ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোহাম্মদ জজ মিয়া।

 

আরও পড়ুন: পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, ছাত্রী বহিষ্কার

 

উপজেলা প্রশাসন জানায়, সকাল ৬টায় টাস্কফোর্সের অভিযান চালানোর পর কয়েকশ’ পাথর লুটপাটকারী সংঘবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করতে চেয়েছিল। এ সময় তারা পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে আভিযানিক দলের ওপর। পরে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে সংঘবদ্ধ হয়ে পাথর লুটপাটকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ২০টি পাথর বহনকারী নৌকা ধ্বংস করা হয় এবং আরও ১৮টি নৌকা জব্দ করে বিজিবির জিম্মায় দেওয়া হয়েছে।

 

গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। পরদিন বুধবার সকাল থেকে কালাইরাগ এলাকা দিয়ে নৌকাযোগে পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাট শুরু হয়। দিনে ও রাতে বাধাহীনভাবে সহস্রাধিক ইঞ্জিনচালিত ও বারকি নৌকা দিয়ে লুট হচ্ছিল এই পাথর।

 

ইউএনও আজিজুন নাহার বলেন, ‘বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’