ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১২ পড়া হয়েছে
১৫

 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি::

দখলে-দূষণে বিপন্ন, সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে নতুনবাজারের নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টানা পাঁচ দিন বর্জ্য অপসারণ কার্যকম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

 

বিশ্বনাথ পৌরসভা অফিস জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিস্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে, পৌর শহরের বড় ব্রিজ থেকে মাছবাজার ব্রিজ পার হয়ে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ঢাকার তিনটি আসনে ‘বিশেষ বরাদ্দ: যা জানালেন উপদেষ্টা

Follow for More!

বিশ্বনাথে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন 

প্রকাশিত: ০৮:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
১৫

 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি::

দখলে-দূষণে বিপন্ন, সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে নতুনবাজারের নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টানা পাঁচ দিন বর্জ্য অপসারণ কার্যকম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

 

বিশ্বনাথ পৌরসভা অফিস জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিস্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে, পৌর শহরের বড় ব্রিজ থেকে মাছবাজার ব্রিজ পার হয়ে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।