শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "কিশোরগঞ্জ স্টুডেন্ট'স এসোসিয়েশন" এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল হায়াত এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইছানুল করিম রাতুল।
রবিবার (২ মার্চ) সংগঠনটির ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯ তম কার্যকরী পরিষদে এই কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও এফইটি বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হক।
সংগঠনটির বিদায়ী আহ্বায়ক সিফাত বিন হামিদের সভাপতিত্বে ও শাকিল হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলার পুলিশ সুপার ও কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান জনাব মাহবুবুর রহমান, সাবেক সভাপতি জনাব আশরাফুল ইসলাম হিমেল, সাবেক সাধারণ সম্পাদক জনাব উসমান গণিসহ কিশোরগঞ্জ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরা।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোবারক, রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুল, তারেক, মুহিবুল, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মঈন, কোষাধ্যক্ষ ইসরাত, সহ-কোষাধ্যক্ষ রাব্বি,দপ্তর সম্পাদক পার্থ, উপ- দপ্তর সম্পাদক নূরে আলম, প্রচার সম্পাদক আপন, উপ-প্রচার সম্পাদক মাহফুজ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শাফায়াত, সহ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন,সাজ্জাদ, ক্রীড়া সম্পাদক অজয়, উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী, রাফসান, প্রকাশনা সম্পাদক ফয়সাল, উপ প্রকাশনা সম্পাদক প্রিয়ম, মিতু, সাংস্কৃতিক সম্পাদক কুসুমকলি, সহ সাংস্কৃতিক সম্পাদক বর্ষা মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নীলিমা, সাগর, জিদান, ফারজানা, রাদিন, খায়রুল, নিপা প্রমুখ।