
শাবি প্রতিনিধি::
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমান বলেছেন, ‘ইতিহাসের অমোঘ নিয়মে ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ৩২ নাম্বার মুজিববাদের মন্দির ছিল।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রুযক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিপ্লবি সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি কর্তৃক আয়োজিত আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন মুজিববাদের মন্দিরকে ভেঙ্গে না দিলে আমরা স্বাধীন থাকতে পারবো না।যারা সেই রাতে মুজিববাদের মন্দির গুড়িয়ে দিয়েছে। তারা মহৎ কাজ করেছে,এটার জন্য গর্ব করা উচিত।তাদেরকে আমি বিপ্লবী সালাম জানাই।
তিনি আরো বলেন, মুজিববাদের মন্দির ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতি কবরে চলে গেছে।আওয়ামীলীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার সম্ভবনা নেই।
সাংস্কৃতিক সংগঠন উদীচী ও ছায়ানট’কে উদ্দেশ্য করে ড.মাহমুদুর রহমান বলেন,আমার পূর্ববর্তী বক্তা উদীচী ও ছায়ানটকে সুশীল গোষ্ঠী বলেছে কিন্তু আমরা তাদের বলি হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদেরকে সুশীল বলে আমি সুশীল সমাজের ধারণাকে অপমান করতে চাই না।যারা সরকারের বাইরে গিয়ে জনগণের কথা বলে তারাই সুশীল সমাজ।দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের জম্মের পর থেকে এখন পর্যন্ত সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুশীল সমাজ তৈরি হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি শাখার উপদেষ্টা আহমদ ইমরান হাসান লস্কর। বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, অবসরপ্রাপ্ত লেঃকর্ণেল সৈয়দ আলী আহমদ, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদী, এম তানজিদ হাসান প্রমূখ।
Channel Jainta News 24 























