
শাবিপ্রবি প্রতিনিধি::
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দলীয় প্রভাবমুক্ত সাংবাদিকতা করতে হবে। যদি কোনো কিছুর প্রতি প্রভাবিত হতেই হয় সেটা হবে দেশের প্রতি। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দেশের প্রতি ভালোবাসার উপহারস্বরূপ সত্যকে উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণের জন্য সাংবাদিকতা করতে হবে। এজন্য ভাষার উপর প্রবল একটা দখল থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। এজন্য সকলকে প্রচুর পরিমাণে বই পড়ার জন্য পরামর্শ দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘ইঞ্জিনিয়ারিং পড়ে আমি যখন সাংবাদিকতায় আসি তখন অনেকেই এটাকে সহজভাবে গ্রহণ করে নি। বিশেষকরে বাংলাদেশের সো কল্ড সুশীল সমাজ এটাকেই একদম গ্রহণ করতে পারে নাই। তাদের ক্ষোভ হলো ইঞ্জিনিয়ার কেন সাংবাদিক হবে। যেন কোথাও লিখা আছে ইঞ্জিনিয়ার সাংবাদিক হতে পারবে না। কিন্তু মজার ব্যাপার যাকে নিয়ে এসব ধারণা পোষণ করেছে থাকে একুশে পদক দেওয়া হচ্ছে সাংবাদিকতার জন্য। এটা ইতিহাসের বিচার।’
এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আশরাফ উদ্দিন, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইকিউএসই’র পরিচালক ড. সালমা আক্তার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারী প্রক্টর মো. বেলাল শিকদার ও ড. মো. জাহাঙ্গীর, আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে ড. মাহমুদুর রহমানের হাতে শাবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কথন-৪’ তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এর আগে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশসনিক ভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন ড. মাহমুদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, সিলেট ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকেরা।
Channel Jainta News 24 























