
শাবি প্রতিনিধি::
গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘ভাইস চ্যান্সলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্স সেন্টারের আয়োজনে গবেষণা ও উদ্ভাবনের উপর ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। গবেষণায় বিশেষ অবদানের পাঁচজন গবেষকে ‘ভাইস চ্যান্সলর অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন, আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণীত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও পূবালী ব্যাংকের উপ-পরিচালক আহমেদ এনায়েত মনজুর। প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য ভাইস চ্যান্সলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খাঁন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জি এম নূরনবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
Channel Jainta News 24 























