ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধারণ করা ‘ইত্যাদি’র সেই পর্ব প্রচারে আসছে

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৭

অনলাইন ডেস্ক:: চলতি মাসের শুরুতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইত্যাদির যে পর্বটির দৃশ্যধারণ ঘিরে ‘বিশৃঙ্খলার’ ঘটনা ঘটেছিল, সেই পর্বটি প্রচারে আসছে। আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওই পর্বটি প্রচার হবে বলে বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন জানিয়েছে।

 

‘ইত্যাদি’ এ বছর পা রেখেছে ৩৭ বছরে; এতগুলো বছর ধরে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

ঠাকুরগাঁও জেলায় ইত্যাদির দৃশ্যধারণের দিনের অভিজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ইত্যাদির ধারণ উপলক্ষে গত ৯ জানুয়ারিতে পুরো ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, ছিল নাগরদোলাও। রানীশংকৈলে অনুষ্ঠানটি ধারণ হলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলাসহ পাশের জেলা পঞ্চগড় এবং দিনাজপুর থেকেও দর্শকরা এসেছিলেন।

 

ওইদিন দুপুর তিনটা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে ‘লক্ষাধিক মানুষ’ উপস্থিত হন অনুষ্ঠান দেখার জন্য।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

ঠাকুরগাঁওয়ে ধারণ করা ‘ইত্যাদি’র সেই পর্ব প্রচারে আসছে

প্রকাশিত: ০৭:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
১৭

অনলাইন ডেস্ক:: চলতি মাসের শুরুতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইত্যাদির যে পর্বটির দৃশ্যধারণ ঘিরে ‘বিশৃঙ্খলার’ ঘটনা ঘটেছিল, সেই পর্বটি প্রচারে আসছে। আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওই পর্বটি প্রচার হবে বলে বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন জানিয়েছে।

 

‘ইত্যাদি’ এ বছর পা রেখেছে ৩৭ বছরে; এতগুলো বছর ধরে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

ঠাকুরগাঁও জেলায় ইত্যাদির দৃশ্যধারণের দিনের অভিজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ইত্যাদির ধারণ উপলক্ষে গত ৯ জানুয়ারিতে পুরো ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা, ছিল নাগরদোলাও। রানীশংকৈলে অনুষ্ঠানটি ধারণ হলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলাসহ পাশের জেলা পঞ্চগড় এবং দিনাজপুর থেকেও দর্শকরা এসেছিলেন।

 

ওইদিন দুপুর তিনটা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে ‘লক্ষাধিক মানুষ’ উপস্থিত হন অনুষ্ঠান দেখার জন্য।