
ডেস্ক নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৬ দিনব্যাপী ডি-নথি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ৯২৯ নম্বর কক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘অফিস কার্যক্রমে আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী করতে ডি-নথি কার্যকরী ভূমিকা পালন করবে। এই কর্মশালার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। এটি একটি গুরুত্বপূর্ণ কর্মশালা।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-নথি বাস্তবায়ন কমিটির সভাপতি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এম. শহীদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী ও প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক।
প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট প্রধান ও হল প্রভোস্টরা।
Channel Jainta News 24 






















