ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • ৯ পড়া হয়েছে
১৯

ডেস্ক  নিউজ::

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ -২০২৫ সম্পন্ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

 

অনুষ্ঠানের শুরুতে যৌথ সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম, সুমন দেব ও আজিজুল আশরাফ আসিফ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

 

সর্বপ্রথম স্কুলের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে ২০২৫ সালের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন করেন অতিথিবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন, মরহুম ডাঃ কুদরত উল্লাহ্’র মেয়ে সিদ্দিকা শাম্মামা, উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, অভিভাবক সদস্য হাজী আবদুল হাই সহ স্হানীয় গনমাধ্যাম কর্মী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন ও তার সহধর্মিণী সিদ্দিকা শাম্মামার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

 

এদিকে দিনব্যাপী সুষ্ঠু ও সুন্দরভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক ও কলাকুশলী সহ আগত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ০৪:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
১৯

ডেস্ক  নিউজ::

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ -২০২৫ সম্পন্ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

 

অনুষ্ঠানের শুরুতে যৌথ সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম, সুমন দেব ও আজিজুল আশরাফ আসিফ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

 

সর্বপ্রথম স্কুলের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে ২০২৫ সালের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন করেন অতিথিবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন, মরহুম ডাঃ কুদরত উল্লাহ্’র মেয়ে সিদ্দিকা শাম্মামা, উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, অভিভাবক সদস্য হাজী আবদুল হাই সহ স্হানীয় গনমাধ্যাম কর্মী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন ও তার সহধর্মিণী সিদ্দিকা শাম্মামার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

 

এদিকে দিনব্যাপী সুষ্ঠু ও সুন্দরভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক ও কলাকুশলী সহ আগত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।