নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমদকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯’র একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মাসুক আহমদ (৩১) জৈন্তাপুর উপজেলার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে জৈন্তিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা ছিলো। কোতয়ালী থানার এফআইআর নং-৩৭/৪৩৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ। এই মামলায় মাসুক আহমদ এতোদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯’র একটি দল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।
তিনি জানান- গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তার করতে র্যাব-৯’র চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।