ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৬

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

 

রোববার (৫ জানুয়ারি) গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের পর রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তার পাশে ছিলেন।

 

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তার অশেষ রহমতে আপসহীন নেত্রী, জনগণের আদরের নেত্রী বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি সম্ভবত রাতেই লন্ডনে যাত্রা করবেন চিকিৎসার জন্য। আজ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় ও শুভেচ্ছা জানাতে এসেছিলাম।

 

‘সেই সঙ্গে আলাপ করেছি, পরম করুণাময় আবার যেন সুস্থ করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে, তার নেতৃত্ব যেন তিনি দেন। আমরা দোয়া করি তার যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা নিয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন’- বলেন মির্জা ফখরুল।

 

এর আগে রোববার রাত ৮টার দিকে ফিরোজায় যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব উল্লেখ করেন, তিনি নির্দেশনা দিয়েছেন ‘একসঙ্গে কাজ করো; জনগণের পক্ষে কাজ করো; গণতন্ত্রের পক্ষে কাজ করো’।

 

কবে ফিরবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এটা কী আমি বলতে পারি কখন ফিরবেন। এটা চিকিৎসকরা জানাবেন।’

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
১৬

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

 

রোববার (৫ জানুয়ারি) গুলশানে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের পর রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তার পাশে ছিলেন।

 

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তার অশেষ রহমতে আপসহীন নেত্রী, জনগণের আদরের নেত্রী বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি সম্ভবত রাতেই লন্ডনে যাত্রা করবেন চিকিৎসার জন্য। আজ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় ও শুভেচ্ছা জানাতে এসেছিলাম।

 

‘সেই সঙ্গে আলাপ করেছি, পরম করুণাময় আবার যেন সুস্থ করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে, তার নেতৃত্ব যেন তিনি দেন। আমরা দোয়া করি তার যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা নিয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন’- বলেন মির্জা ফখরুল।

 

এর আগে রোববার রাত ৮টার দিকে ফিরোজায় যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব উল্লেখ করেন, তিনি নির্দেশনা দিয়েছেন ‘একসঙ্গে কাজ করো; জনগণের পক্ষে কাজ করো; গণতন্ত্রের পক্ষে কাজ করো’।

 

কবে ফিরবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘এটা কী আমি বলতে পারি কখন ফিরবেন। এটা চিকিৎসকরা জানাবেন।’