ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী সংস্কার দাবিতে প্রধান উপদেষ্টাকে ‘সিলটি পাঞ্চায়িত’ এর স্মারকলিপি

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
  • ১৫ পড়া হয়েছে
১৬

দেশের প্রতিটি সাধারণ নাগরিক ও প্রবাসীরা যাতে দেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এই দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’।

‘সিলটি পাঞ্চালিত’ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী গত ১৯ ডিসেম্বর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সনিয়া মুন্নীর হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আইন খুবই জটিল। বিভাগীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো যাতে সহজে নিবন্ধন করতে পারেন এ জন্য আইন সহজী করা খুবই জরুরী। যা নাগরিকদের অধিকার। ভারত ও ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে আঞ্চলিক রাজনৈতিক দল আছে, যা স্থানীয়ভাবে নিবন্ধিত হয়। প্রবাসীরা সংকটের সময় কঠোর পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। এই বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বার্থে অনেককে বিদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট নিতে হয়। সেই সাথে বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট থাকে যা অথাৎ দ্বৈত নাগরিক হিসেবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশের জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না, এ আইন বৈষম্যমূলক। স্মারকলিপেতে এ আইন বাতিলের দাবী জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার । বাংলাদেশের সংবিধান এ অধিকার দিয়েছে। অথচ নির্বাচনী আইন অনুসারে স্বতন্ত্র প্রাথী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১% সমর্থন লাগে, যা বাংলাদেশের সংবিধান বিরোধী। এ আইন অবিলম্বে বাতিল করে নির্বাচন প্রতিযোগিতামূলক করার দাবি জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে প্রবাসীদের ভোটার ও প্রার্থী হওয়ার এবং ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অনুরূপ স্মারকলিপি বাংলাদেশের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. আলী রিয়াজের কাছে ৩রা জানুয়ারি ইমেইলে প্রেরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটের পবিত্রতা রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান:  খন্দকার মুক্তাদিরের

Follow for More!

নির্বাচনী সংস্কার দাবিতে প্রধান উপদেষ্টাকে ‘সিলটি পাঞ্চায়িত’ এর স্মারকলিপি

প্রকাশিত: ০৬:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
১৬

দেশের প্রতিটি সাধারণ নাগরিক ও প্রবাসীরা যাতে দেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এই দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’।

‘সিলটি পাঞ্চালিত’ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী গত ১৯ ডিসেম্বর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সনিয়া মুন্নীর হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আইন খুবই জটিল। বিভাগীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো যাতে সহজে নিবন্ধন করতে পারেন এ জন্য আইন সহজী করা খুবই জরুরী। যা নাগরিকদের অধিকার। ভারত ও ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে আঞ্চলিক রাজনৈতিক দল আছে, যা স্থানীয়ভাবে নিবন্ধিত হয়। প্রবাসীরা সংকটের সময় কঠোর পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। এই বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বার্থে অনেককে বিদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট নিতে হয়। সেই সাথে বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট থাকে যা অথাৎ দ্বৈত নাগরিক হিসেবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশের জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না, এ আইন বৈষম্যমূলক। স্মারকলিপেতে এ আইন বাতিলের দাবী জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার । বাংলাদেশের সংবিধান এ অধিকার দিয়েছে। অথচ নির্বাচনী আইন অনুসারে স্বতন্ত্র প্রাথী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১% সমর্থন লাগে, যা বাংলাদেশের সংবিধান বিরোধী। এ আইন অবিলম্বে বাতিল করে নির্বাচন প্রতিযোগিতামূলক করার দাবি জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে প্রবাসীদের ভোটার ও প্রার্থী হওয়ার এবং ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অনুরূপ স্মারকলিপি বাংলাদেশের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. আলী রিয়াজের কাছে ৩রা জানুয়ারি ইমেইলে প্রেরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী।