ডেস্ক নিউজ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের পরিচালকের কাছে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন নজরুল ইসলাম। তিনি জানান, নিলাম বিজ্ঞপ্তি, স্মারক নং- ২৮.০৭.০০০০.০০৫.৬৬, ০০১.২৪.৬৯৩, ২৯/১২/২০২৪ইং তারিখের সূত্রে বর্ণিত নিলাম বিজ্ঞপ্তির ৪নং কলামে উল্লেখিত মালামালের বিবরণীতে উল্লেখিত জব্দকৃত পাথরের পরিমাণ স্পষ্ঠিকরণ ও জব্দকৃত পাথরের সীমানা নির্ধারণ এবং কয়টি রীট মামলায় কোন স্থান হইতে কোন স্থান পর্যন্ত কতটুকু পাথর বাদ দেওয়া হয়েছে তাহা নির্ধারণ করতে হবে।
স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগ কর্তৃক বিগত ১৭ জুলাই ২০২০ইং তারিখে স্মারক নং- ২২.০২.৯১০০.৩১১.৬৩. ৪৩৩,২০,৭০২ মূলে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে আমি অংশগ্রহণ করি এবং দরদাতা হই। উক্ত নিলাম বিজ্ঞপ্তিতে জব্দকৃত পাথরের পরিমাণ ১ কোটি ঘনফুট উল্লেখ করা হয় এবং আমি তাহা ৩৬ (ছত্রিশ) কোটি টাকা মূল্যে ক্রয় করিতে আগ্রহী হই। কিন্তু পরিচালক পরিবেশ অধিদপ্তর, সিলেট এর বিভিন্ন অনিয়ম দূর্নীতি ইত্যাদির কারণে নিলাম প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। বর্তমানে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ জব্দকৃত পাথর সমুহ বিক্রয়ের জন্য সূত্রে বর্ণিত স্মারকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি উক্ত নিলাম কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই।
কিন্তু উক্ত নিলাম বিজ্ঞপ্তির ৪নং কলামে উল্লেখিত মালামালের বিবরণীতে উল্লেখিত জব্দকৃত পাথরের পরিমাণ ও জব্দকৃত পাথরের সীমানা নির্ধারণ এবং কয়টি রীট মামলায় কোন স্থান হইতে কোন স্থান পর্যন্ত কতটুকু পাথর বাদ দেওয়া হয়েছে তাহা স্পষ্ট করে বর্ণনা করা হয় নাই। যার ফলে নিলাম কার্যক্রমের পর বিশৃঙ্খলাসহ স্থানীয় লোকজনের সহিত দাঙ্গা হাঙ্গামাসহ আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি ঘটবে। তাছাড়া জব্দকৃত পাথর যথাযথভাবে পরিমাপ করিলে তাহার পরিমাণ নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখিত পাথরের চাইতে অনেক বেশী হইবে। অর্থাৎ ন্যুনতম পক্ষে ১ কোটি ঘনফুটের বেশী হইবে। যার ফলে সরকার বাহাদুর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করিতে সক্ষম হইবে। অন্যথায় কয়েক কোটি টাকার রাজস্ব হারাবে।
উপরে উল্লেখিত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে বিষয়ে বর্ণনার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতঃ নতুনকল্পে সংশোধিত নিলাম বিজ্ঞপ্তি প্রচার করার বিহীত ব্যবস্থা গ্রহণ করার সুবিশেষ অনুরোধ করা হলো। অন্যথায় নিলাম সম্পন্নের পর বিপুল পরিমাণ রাজস্ব হানি সহ দাঙ্গা হাঙ্গামাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ খুন খারাবীর সম্ভাবনা রহিয়াছে। সংশোধিত করে নিলাম বিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করার দাবীতে তিনি স্মারকলিপি প্রদান করেন।
বিজ্ঞপ্তি