
নিউজ ডেস্ক:: সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে আবারও চোরাচালান পন্য আটক করা হয়েছে। বিজিবির চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের আওতায় এসব পন্য সামগ্রী আটক করা হয়। ধারাবাহিক অভিযানের আওতায় এবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ০৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
০৪ জানুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, Tab Targeet বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,০৮,৯৭,০৫০.০০ (এক কোটি আট লক্ষ সাতানব্বই হাজার পঞ্চাশ) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Channel Jainta News 24 






















