ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে দক্ষিন ইসলাম পুরে দরিদ্রদের মাঝে বিএনপি নেতা কম্বল বিতরণ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১১ পড়া হয়েছে
১৭

মোঃ সুজন বেপারী :: মুন্সীগঞ্জে শহরের দক্ষিন ইসলাম পুরে শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। তার উদ্যোগে গত রবিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সময় শহরের দক্ষিন ইসলাম পুরে যোগনীঘাট এলাকায় ৫০০ শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ।

 

শীতের কষ্ট লাঘবে হাতে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অসহায় মানুষগুলো। তাদের মুখে হাসি ফুটে ওঠে, যা দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই কামরুজ্জামান রতনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার এই উদারতা শীতের কষ্ট অনেকটাই কমিয়ে দেবে।”

 

স্থানীয়রা জানান, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন শীতার্ত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই এই সহায়তা শুরু করেছেন। তার মতো শহরের অন্যান্য বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তাহলে শীতের কষ্ট থেকে সাধারণ মানুষ অনেকটাই মুক্তি পাবে।

 

এ-সময় কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ। নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজ হাতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল আলম সরকার, বিএনপি নেতা মো. জুনায়েদ, শান্ত, মাসুদ, আবু তাহের, আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা ।

 

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি সামাজিক কাজ নয়, বরং এটি মানুষের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত। বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।

 

কামরুজ্জামান রতনের এই উদ্যোগ মুন্সীগঞ্জের শীতার্ত মানুষের মনে সাময়িক হলেও কিছুটা উষ্ণতা এনে দিয়েছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও উদাহরণযোগ্য কাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন

Follow for More!

মুন্সীগঞ্জে দক্ষিন ইসলাম পুরে দরিদ্রদের মাঝে বিএনপি নেতা কম্বল বিতরণ

প্রকাশিত: ০৬:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৭

মোঃ সুজন বেপারী :: মুন্সীগঞ্জে শহরের দক্ষিন ইসলাম পুরে শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। তার উদ্যোগে গত রবিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সময় শহরের দক্ষিন ইসলাম পুরে যোগনীঘাট এলাকায় ৫০০ শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ।

 

শীতের কষ্ট লাঘবে হাতে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অসহায় মানুষগুলো। তাদের মুখে হাসি ফুটে ওঠে, যা দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই কামরুজ্জামান রতনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার এই উদারতা শীতের কষ্ট অনেকটাই কমিয়ে দেবে।”

 

স্থানীয়রা জানান, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন শীতার্ত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই এই সহায়তা শুরু করেছেন। তার মতো শহরের অন্যান্য বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তাহলে শীতের কষ্ট থেকে সাধারণ মানুষ অনেকটাই মুক্তি পাবে।

 

এ-সময় কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ। নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজ হাতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল আলম সরকার, বিএনপি নেতা মো. জুনায়েদ, শান্ত, মাসুদ, আবু তাহের, আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা ।

 

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি সামাজিক কাজ নয়, বরং এটি মানুষের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত। বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।

 

কামরুজ্জামান রতনের এই উদ্যোগ মুন্সীগঞ্জের শীতার্ত মানুষের মনে সাময়িক হলেও কিছুটা উষ্ণতা এনে দিয়েছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও উদাহরণযোগ্য কাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।