মাহফিলের সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন।জামিয়া ময়দানে দিবা-রাত্রির এ
মাহফিলে বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররা বয়ান পেশ করবেন।
৬৮তম এই মাহফিল সফল ও সার্থক করতে জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (সাহেবজাদা গহরপুরী) সকলের সার্বিক সহযোগিতা, উপস্থিতি ও দুয়া কামনা করেছেন।