ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১১ পড়া হয়েছে
১৬

ডেস্ক নিউজ ::সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম,পিপিএম-সেবার সভাপতিত্বে ২৭ নভেম্বর বুধবার  সন্ধ্যা এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত  হয়।

 

উক্ত মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।

 

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান , কর্ণেল জিএস,উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী,এন‌এস‌আই এর প্রতিনিধি,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প থেকে বাঁচার দোয়া ও আমল— হাফিজ মাছুম আহমদ দুধরচকী

Follow for More!

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৬:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৬

ডেস্ক নিউজ ::সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম,পিপিএম-সেবার সভাপতিত্বে ২৭ নভেম্বর বুধবার  সন্ধ্যা এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত  হয়।

 

উক্ত মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।

 

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান , কর্ণেল জিএস,উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী,এন‌এস‌আই এর প্রতিনিধি,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।