ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৮ পড়া হয়েছে
১৪

অনলাইন ডেস্ক:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে সাধারণ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

 

 

জানা গেছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনা সভা শেষে মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নূর নবী নিজেকে সমন্বয়ক ঘোষণা দেন।

 

সেই অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা করে প্রশাসনের পক্ষে কথা বলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সেখানে তিনি টেবিল চাপড়ে কথা বলেন ও উত্তেজিত হয়ে পড়েন। এতে কনফারেন্স রুমে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে শিক্ষার্থীদের সামনে কান ধরে ক্ষমা চান সমন্বয়ক নূর নবী।

 

 

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা লিখিত আকারে প্রশাসনের কাছে থেকে দাবি জানিয়েছিলাম। কয়েকজন এসে আমাদের দাবিকে উপেক্ষা করে অতীতে বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রসঙ্গ নিয়ে আসে। যা চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়।

 

তিনি জানান, এর আগেও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে তারা বিভিন্ন দিকে মোড় ঘুরিয়েছে। সমন্বয়ক পরিচয়ে সব জায়গায় তারা এসব করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোনো সমন্বয়ক নেই, এটা স্পষ্ট।

 

 

এ বিষয়ে জানতে জবির সমন্বয়ক নূর নবীকে মোবাইলে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৫:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৪

অনলাইন ডেস্ক:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে সাধারণ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

 

 

জানা গেছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনা সভা শেষে মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নূর নবী নিজেকে সমন্বয়ক ঘোষণা দেন।

 

সেই অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা করে প্রশাসনের পক্ষে কথা বলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সেখানে তিনি টেবিল চাপড়ে কথা বলেন ও উত্তেজিত হয়ে পড়েন। এতে কনফারেন্স রুমে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে শিক্ষার্থীদের সামনে কান ধরে ক্ষমা চান সমন্বয়ক নূর নবী।

 

 

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা লিখিত আকারে প্রশাসনের কাছে থেকে দাবি জানিয়েছিলাম। কয়েকজন এসে আমাদের দাবিকে উপেক্ষা করে অতীতে বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রসঙ্গ নিয়ে আসে। যা চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়।

 

তিনি জানান, এর আগেও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে তারা বিভিন্ন দিকে মোড় ঘুরিয়েছে। সমন্বয়ক পরিচয়ে সব জায়গায় তারা এসব করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোনো সমন্বয়ক নেই, এটা স্পষ্ট।

 

 

এ বিষয়ে জানতে জবির সমন্বয়ক নূর নবীকে মোবাইলে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।