
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে ২ কোটি টাকার দেশ-বিদেশী অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (২০অক্টোবর) পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এরমধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া নামকস্থানে টাস্কফোর্সের অভিযানে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশী রসুন ও ১০০ কেজি সুপারি জব্দ করা হয়।
বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলার ভূমি অধিগ্রহণ শাখা, ত্রাণ ও পুর্নবাসন শাখা সহকারী কমিশনার মো.রৌশন আহমেদ।
অপরদিকে, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ী, ৩২১ বোতল মদ, ২ টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮ টি নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য- ২ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন,উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Channel Jainta News 24 























