৬নং চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ , দ্যা প্রাইম বুলেটিন টিভি- এবং , ফেন্ডশীপ বিজনেস গ্রুপ, ও চিকনাগুল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী আমেরিকা প্রবাসী সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মাস্টার রওশন এর ৩৭ তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জৈন্তিয়া গেইট এলাকায় চিকনাগুল যুবসংঘের কার্যালয়ে জন্মদিনের উপলক্ষে যুবসমাজের আয়োজনে শতপাদিক যুবসমাজের উপস্থিতে কেক কাটার মাধ্যমে ৩৭ তম জন্মদিন উদযাপন কর হয়। এসময়ে জৈন্তাপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক মেম্বার আব্দুল মুছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, যুবদল নেতা আকমল হোসেন জাহিদ, ময়নুল হোসেন, মজনু মিয়া,রাদের আহমেদ, কামরুল, আরিফ,ইমরান,রাহিম, সুফিয়ান প্রমূখ।
১৭
৬নং চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ , দ্যা প্রাইম বুলেটিন টিভি- এবং , ফেন্ডশীপ বিজনেস গ্রুপ, ও চিকনাগুল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী আমেরিকা প্রবাসী সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মাস্টার রওশন এর ৩৭ তম জন্মদিন পালন করা হয়েছে।