ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোর রং লাল, ১২ বছর পর আবার ইউরোপ সেরা স্পেন, ৫৮ বছরেও কাটল না ইংল্যান্ডের ট্রফি খরা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১৪ পড়া হয়েছে
১৭
লন্ডন থেকে ১১০০ কিলোমিটার দূরে জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে হারিয়েই ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। ১২ বছর পরে আবার ইউরোপ সেরা। চার বার ইউরো জিতল স্পেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা দলটি টানা দ্বিতীয়বার ইউরোর রানার্সআপ হলো। এখনও প্রথম ইউরোর জন্য অপেক্ষা করতে হবে তাদের।
অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দু’দল। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।

এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ১৫তম মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইংল্যান্ড। ডানপ্রান্ত দিয়ে কাইল ওয়াকার এগিয়ে গেলেও ঠিকঠাক ক্রস করতে পারেননি। প্রতিপক্ষের গায়ে লাগলে কর্নার পায় ইংলিশরা। যদিও তা কাজে লাগাতে পারেনি সাউথগেটের দল।

এরপর  বল দখলে এগিয়ে থাকা স্প্যানিশরা ২৮তম মিনিটে আক্রমণে যায়। ফ্যাবিও রুইজ গোলপোস্ট বরাবর শট করলেও গতি না থাকায় সেযাত্রায় সাফল্য পায়নি স্পেন। যোগ করা সময়ে ইংল্যান্ডের ফিল ফোডেন শট করলেও তা সহজেই তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ম্যাচের বাকি সময়ে আরও বেশি কিছু আক্রমণ করলেও গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় দুদলকে।

তবে দ্বিতীয়ার্ধে  বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটে লিড নেয় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে বাঁ-প্রান্ত দিয়ে দারুন ফিনিশিং করেন নিকো উইলিয়ামস। গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে  পড়ে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল ও পেয়ে যায় ইংলিশরা। ৭৩ মিনিটে পালমারের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সাউথগেটের দল।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠে লড়াই। ম্যাচ যখন গড়াচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকে তখন ৮৬ মিনিটে মাইকেল ওয়ারজাবালের গোলে ২-১ এর লিড নেয় স্প্যানিশরা। শেষ দিকে আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নেয় স্পেন।

 

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

Follow for More!

ইউরোর রং লাল, ১২ বছর পর আবার ইউরোপ সেরা স্পেন, ৫৮ বছরেও কাটল না ইংল্যান্ডের ট্রফি খরা

প্রকাশিত: ১০:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
১৭
লন্ডন থেকে ১১০০ কিলোমিটার দূরে জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে হারিয়েই ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। ১২ বছর পরে আবার ইউরোপ সেরা। চার বার ইউরো জিতল স্পেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির অপেক্ষায় থাকা দলটি টানা দ্বিতীয়বার ইউরোর রানার্সআপ হলো। এখনও প্রথম ইউরোর জন্য অপেক্ষা করতে হবে তাদের।
অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দু’দল। ম্যাচের ১২ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন। ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার।

এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ১৫তম মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইংল্যান্ড। ডানপ্রান্ত দিয়ে কাইল ওয়াকার এগিয়ে গেলেও ঠিকঠাক ক্রস করতে পারেননি। প্রতিপক্ষের গায়ে লাগলে কর্নার পায় ইংলিশরা। যদিও তা কাজে লাগাতে পারেনি সাউথগেটের দল।

এরপর  বল দখলে এগিয়ে থাকা স্প্যানিশরা ২৮তম মিনিটে আক্রমণে যায়। ফ্যাবিও রুইজ গোলপোস্ট বরাবর শট করলেও গতি না থাকায় সেযাত্রায় সাফল্য পায়নি স্পেন। যোগ করা সময়ে ইংল্যান্ডের ফিল ফোডেন শট করলেও তা সহজেই তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ম্যাচের বাকি সময়ে আরও বেশি কিছু আক্রমণ করলেও গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় দুদলকে।

তবে দ্বিতীয়ার্ধে  বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটে লিড নেয় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে বাঁ-প্রান্ত দিয়ে দারুন ফিনিশিং করেন নিকো উইলিয়ামস। গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে  পড়ে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল ও পেয়ে যায় ইংলিশরা। ৭৩ মিনিটে পালমারের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সাউথগেটের দল।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠে লড়াই। ম্যাচ যখন গড়াচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকে তখন ৮৬ মিনিটে মাইকেল ওয়ারজাবালের গোলে ২-১ এর লিড নেয় স্প্যানিশরা। শেষ দিকে আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নেয় স্পেন।