
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বন্যায় পানিবন্দি মানুষদের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ত্রাণ সহায়তা পৌঁছে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ এমদাদ রহমান।
শনিবার(৬ জুলাই) বিকাল ৪টায় কোম্পানীগঞ্জের বর্নি ও হাইটেক পার্ক এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ এমদাদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক শাক্কুর আহমদ জনি, জেলা ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শ্রমিক সাধারণ সম্পাদক আজির উদ্দিন, প্রচার সম্পাদক এখলাছুর রহমান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল মতলিব, ১ ওয়াড আওয়ামীলীগের সভাপতি করম আলী, সেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান সাচ্চা, জেলা সেচ্ছাসেবক আলা উদ্দিন রাজ প্রমূখ।
এ সময় সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রথম দফায় বন্যায় আমরা কাজ করেছি। বর্তমানেও আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি ভবিষত্যে মানুষের যেকোনো দুর্ভোগে আমাদের মানবিক কাজ চলমান থাকবে।
তিনি আরও বলেন, আগামী ২৭ জুলাই প্রাণ প্রিয় সংগঠন সেচ্ছাসেবকলীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের পাশে ৩০ দিন থাকার অঙ্গীকার ব্যক্ত হয়েছে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে যাচ্ছি ত্রাণ সহায়তা নিয়ে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে মানবতার সেবা করার জন্য। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সিলেটের যেসব উপজেলা বন্যায় কবলিত হবে সেখানেই স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে। আমার এই কার্যক্রমে অনেক প্রবাসীরা সহযোগীতা করেছেন। আশা করি আগামী দিনেও যেকোনো বিপদে সিলেটবাসীর পাশে সবাই দাঁড়াবেন।
Channel Jainta News 24 






















